Header Ads

Header ADS

বিশ্বব্যাপী যে CYBER ATTACK হচ্ছে তা হতে নিরাপদ থাকার কিছু উপায়ঃ

বিশ্বব্যাপী যে CYBER ATTACK হচ্ছে তা হতে নিরাপদ থাকার কিছু উপায়ঃ

১। ম্যালওয়্যার হতে সতর্ক থাকতে হবে। বিশেষ করে, কোনও অনাকাংখিত মেইল দেখলে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। দেখতে হবে মেইল এর সাথে কোনও Attachment আছে কিনা। খুবই সাবধান হতে হবে এই Attachment হতে। কারণ এই সকল Attachment হতেই বেশীর ভাগ সময় ভাইরাস আসে।
ফেসবুক ব্রাউজিং এর সময়ও অপরিচিত ও সন্দেহজনক লিঙ্ক এ ক্লিক করা থেকে সাবধান হতে হবে।
২। XP Operating System পুরোপুরি পরিহার করতে হবে আর Windows 7 এর ক্ষেত্রে অবশ্যই Service Pack-1 ব্যবহার করতে হবে।
 
৩। যে কোন পাসওয়ার্ড এর ক্ষেত্রে Alphabetic, Numeric ও Symbolic কম্বিনেশন ব্যবহার করতে হবে।
 
৪। পিসি এর ফাইল সমূহ নিয়মিত ব্যাকআপ রাখতে হবে।
 
৫। উইন্ডোজ এর আপডেট অন রাখতে হবে।
 
৬। পিসির পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পরেই Install হয় এমন বিশ্ব ব্যাপী স্বীকৃত ব্র্যান্ড এর এন্টিভাইরাস ব্যবহার করতে হবে। এক্ষেত্রে McAfee একটি আদর্শ পছন্দ হতে পারে।

1 comment:

Powered by Blogger.